কমলগঞ্জে শাহজালাল মর্ণিং স্কুলের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে শাহজালাল মর্ণিং স্কুলের (কিন্ডারগার্ডেন) উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজালাল মর্ণিং স্কুলের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান।
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে ও শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ, পিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, উত্তর কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুজিবুর রহমান প্রমুখ।