শুক্রবার গণসংহতি আন্দোলনের ঐক্য ও সম্প্রীতির সমাবেশ

আজ ১৫ই আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) গণসংহতি আন্দোলনের দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দ্বিপু কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ১৬ আগস্ট, ২০২৪ (শুক্রবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত করবে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভানেতৃত্বে ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখবেন দলের জেলা, মহানগর ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এই সময়ের গুরুত্বপূর্ণ কাজ। পরাজিত শক্তি এখন নানা রকমভাবে ফন্দিফিকির করে দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। প্রশাসনকে মাঠে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংখ্যালঘু ইস্যুকে সামনে এনে আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে চাচ্ছে। সনাতনীদের মিছিল থেকে সরাসরি আওয়ামী নেতাদের নাম ধরে শ্লোগান দেয়া হচ্ছে। তবে এসব করে কোন লাভ হবে না। সাধারণ হিন্দুরা তাদের এই ফাঁদ বুঝতে পেরে গেছে। নারায়ণগঞ্জে হিন্দুদের উপাসনালয় কিংবা বাসাবাড়িতে হামলা হয়েছে এমন কোন খবর এখনো আমরা পাইনি। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যতা ধরে রাখার জন্য আহ্বান জানাই। আমাদের নারায়ণগঞ্জ সম্প্রীতির নারায়ণগঞ্জ। ঐক্যতার নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জে কোনভাবেই অরাজকদের স্থান হবে না। আগামীকালকের সমাবেশ সফল করার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button