চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শহিদদের স্মরণে দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন

চট্টগ্রাম ব্যুরো প্রধান, দৈনিক ন্যায়ের আলো

জামালখান, ১৮ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি আয়োজন করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর সাধারণ শিক্ষার্থীরা। (রবিবার) বিকাল ৫টায় দোয়া মাহফিল ও মাগরিবের নামাজের পরে সাড়ে ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, এসএলএএসএস এর সহকারী ডিন অধ্যাপক জনাব সার্মেইন রড্রিকস ও সিআইইউবিএস এর সহকারী অধ্যাপক জনাব সাইদ হাসান প্রমুখ। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হোসাইন মাসুম, কামরুল হক, রেদওয়ানুল আরহাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর চট্টগ্রাম জেলা সমন্বয়ক পুষ্পিতা নাথ ও সাজিদ সামী চৌধুরী।

পবিত্র কুরআন মাজিদের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন মাজিদ তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জনাব ইউসুফ। দোয়া মাহফিল সঞ্চালনা করেন অধ্যাপক জনাব সাইদ হাসান। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজিদ সামী চৌধুরী। শিক্ষার্থীরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন।

উক্ত কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাদমান কাইয়ুম, কামরুল হক, সাজিদ সামী চৌধুরী, সৈয়দা নাইমাহ্ তাবাসসুম, রেদওয়ানুল আরহাম ও এস এম নাফিসুর রহমান প্রমুখ। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন ফায়াকুনের পক্ষ থেকে জনাব লাবিব জামান। তারা সকলেই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের কতিপয় শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা তাঁদের আন্দোলনকালীন সময়ের অশ্রুসজল স্মৃতিচারণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সকল শহিদদের মহান ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সম্প্রীতির মাধ্যমে সংস্কার ও সভ্যতার পথে পরিচালিত হতে সকলকে আহ্বান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস, কনভোকেশন ও আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হুমকি, ষড়যন্ত্র ও সশস্ত্র হামলায় পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অভিযুক্তদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জোরদার আহ্বান জানানো হয়।

এছাড়াও, এই আয়োজকেরাই সাধারণ শিক্ষার্থীসমেত দলগতভাবে ছুটে গিয়েছিলেন ৭ আগস্ট। বিজয় পরবর্তী সময়ে হালিশহরের একটি গ্রাফিতি ক্যাম্পেইনে শিল্পীদের খাবার পানি ও জরুরি সরঞ্জামাদি বিতরণের সাথে সাথে চিত্রকর্মে অংশ নিয়েছিলেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া হারুন অর্নি ও ফাইরুয মালিহা প্রমুখ। সাথে ছিলেন সিআইইউবিএস এর প্রভাষক জনাব উম্মে হুমায়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button