ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৫টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন দলটির নেতা মোস্তফা আলমগীর রতন।
একইদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।