ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ‘Help for flooded’ ক্যাম্পেইন শুরু
প্রেস বিজ্ঞপ্তি:
আজ ২২ আগষ্ট, ২০২৪(বৃহস্পতিবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের সহযোগীতায় দিনব্যাপী ‘Help for flooded’ ক্যাম্পেইন চলছে। আগামী রবিবার প্রথম দফায় সহযোগিতা পৌছে দিতে চান।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বিবৃতিতে বলেন,”বাংলাদেশ পলিমাটির দেশ। বাণের পানির সাথে আসা পলিমাটিই এই ভুখন্ড গঠন করেছে। কিন্তু এখন সেই বন্যাই আমাদের আকাল ডেকে আনে। স্পষ্টই বুঝা যায় এই বন্যা প্রাকৃতিক নয় বরং রাজনৈতিক দুর্যোগ! প্রতিবেশী দেশ ভারতের সাথে নদীর অমিমাংসিত চুক্তি, শত নদীর হিস্যায় অন্যায্যতা, নদী শোষণ, নতজানু পররাষ্ট্রনীতি রাতের আঁধারেই প্লাবিত করে লক্ষ মানুষকে। আমরা এই পানি জুলুমের অবসান চাই। মুক্তি চাই রাজনৈতিক দুর্যোগ থেকে। সারাদেশে ছাত্র-জনতাকে বন্যায় দুর্গতদের পাশে অর্থ-শ্রম-ত্রাণ সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানাই।
পাশাপাশি আহবান জানাই রাজনৈতিক দূর্যোগ মোকাবিলায়। এখনই সময় নদীর ন্যায্য হিস্যা আদায়ের। এখনই সময় দেশের সার্বোভৌমত্বকে ভূলন্ঠিত করা পররাষ্ট্র নীতি পরিবর্তনের, এখনই সময় তিস্তা, ফারাক্কাসহ অজস্র অমিমাংসিত চুক্তির ন্যায্য মিমাংসার।