কোকো’র মৃত্যুবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের উদ্যোগে দোয়া
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে ওই দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ ও বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক যুগ্ন-আহবায়ক ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ন-আহবায়ক আলীনূর, মাহবুবর রহমান মিলন, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রওশন আলী, দিদার মহোসিন, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন নুরু, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-সম্পাদক ইমরান হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-সম্পাদক রিপন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, জসিমউদদীন, হাজী হজরত আলী, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক রাসেল হোসেন, যুবদল নেতা গাজী মাছুম, ছাত্রনেতা মন্টুসহ নেতৃবৃন্দ।