সোনারগাঁয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কর্মী সম্মেলন স্থগিত, আহত ৩০

আওয়ামী লীগের কর্মী সম্মেলন দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার এলাহী নগর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার ফলে কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে।

আহতরা হলেন- জান্নাত ব্যাপারী, সোহেল, আরিফ, আরমান, শরীফ, আল আমিন, রাজিম, নাজমুল ও শামীম, আনিছুর রহমান শামীম, নজরুল ইসলাম, বাবু মোল্লা, জাহাঙ্গীর, মিন্টু, সুজন, মোয়াজ্জেম, শহীদ, বাবলুসহ মোট ৩০ জন আহত হন। এদের অনেকে স্থানীয় হাসপাতালে চিকিতসা সেবা নিয়েছেন।

আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে কর্মী সম্মেলনের আয়োজন করে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। সম্মেলনে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নাসির উদ্দিনকে মনোনয়ন দেওয়া নিয়ে আপত্তি করেন। এমনকি নাসির উদ্দিনকে নৌকার প্রার্থী করা  আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল উল্লেখ করেন। এ কারণে গত নির্বাচনে এই ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে বলে বক্তব্য দেন। এ সময় শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নাসির উদ্দিন সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরে আবু বকর সিদ্দিক মোল্লার সমর্থকরা লাঠিসোটা নিয়ে নাসিরউদ্দিন সমর্থকদের ওপর হামলা করে। এই হামলায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। নাসিরউদ্দিনের অনুসারী জান্নাত ব্যাপারী, সোহেল, আরিফ, আরমান, শরীফ, আল আমিন, রাজিম, নাজমুল ও শামীমসহ ২০ জন ও আবু বকর সিদ্দিক মোল্লার অনুসারী আনিছুর রহমান শামীম, নজরুল ইসলাম, বাবু মোল্লা, জাহাঙ্গীর, মিন্টু, সুজন, মোয়াজ্জেম, শহীদ ও বাবলুসহ ১০ জন আহত হন।

এ বিষয়ে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নাসিরউদ্দিন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা আমাকে নিয়ে উষ্কানীমূলক বক্তব্য দেয়। এসময় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চেয়ার ছুরে মেরেছে। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছে।

শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা বলেন, এ ইউনিয়নে নৌকার পরাজয়ের কারণ তুলে ধরার সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিনের নেতাকর্মীরা চেয়ার ছুরে মেরেছে।  এ নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমার সমর্থকদের অনেকে আহত হয়েছেন।

কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, সন্ধ্যায় আমাদের পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আর সংঘর্ষের ঘটনায় কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button