নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত
সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এম এ মান্নান ভূঁইয়া।
জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম, জেলা সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তরের লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ রায় ও বীরমুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান।
অনুষ্ঠানে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণাসহ ৩১ সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। সদস্য সচিব মোঃ সাইমুন ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা স্মারক বিতরণ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান, পিবিআই ঢাকা রেঞ্জের পুলিশ পরির্দশক এটিএম আক্তারুজ্জামান, দৈনিক ইয়াদের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, দৈনিক অপরাধ রিপোর্টের মাসুদুর রহমান দীপু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিস, সেক্রেটারী মোঃ মনির, খন্দকার হাফেজ মোঃ আওলাদ সহ আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, কমিটির সদস্য মোঃ মনির হোসেন, মাহমুদ হোসেন রিপন, আল মামুন খান, মেহেদী মনজুর বকুল, মাজহারুল ইসলাম মুন্না, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হোসেন, শাহাদাত হোসেন তৌহিদ এবং নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ অনলাইন নিউজ পোর্টালের গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য, দৈনিক বজ্রধ্বনি ডটকমের নিউজরুম এডিটর ও নারায়ণগঞ্জ দর্পণ ডটকমের সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি, আদমজী টাইমস এর বিশেষ প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি প্রমুখ।