বেফাকের সহকারী পরিচালক আব্দুস সামাদের নামাযরত অবস্থায় ইন্তিকাল
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর তালিম তরবিয়াত বিভাগের সহকারী পরিচালক মাওলানা আব্দুস সামাদ (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
(৫ ফেব্রুয়ারি) রোববার সকাল ৯টায় মরহুমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামে মাদরাসা ইমদাদুল উলুম মাঠে জানাযা শেষে তাঁর লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
বেফাক অফিস ও পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল শনিবার বেফাকের মজলিসে শূরার বৈঠক ছিল। সকাল থেকেই স্বাভাবিক ছিলেন মাওলানা আব্দুস সামাদ। বৈঠক শেষে যোহরের নামায পড়া অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা আব্দুস সামাদ প্রায় ২০ বছর ধরে নিষ্ঠা ও আস্থার সঙ্গে বেফাকে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উচ্চশিক্ষিত, অত্যন্ত মেধাবী ও বিশুদ্ধভাষী ছিলেন। বাংলা সাহিত্যে তাঁর অনেক দখল ছিল। তাঁর মতো একজন আলেমের মুখে বিশুদ্ধ ভাষা শুনে অনেকে অবাক হতেন।