নারায়ণগঞ্জের কাশীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাশীপুর সরকারী প্রাইমারী স্কুলের মাঠ প্রাঙ্গণে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি ও জামাতের নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ সাফল্যমণ্ডিত করতে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিশাল এক মিছিল নিয়ে যোগদান করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৩:৩০ মিনিটে হাটখোলা মাঠ হতে বিশাল মিছিলটি ওই প্রতিবাদ সমাবেশে যোগদান করে।
এসময় বিশাল মিছিলে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি গিয়াম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, সহ-সভাপতি নূরনবী খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম. লিটন, বন ও পরিবেশ সম্পাদক জসীম উদ্দীন দপ্তর সম্পাদক স্বপন দেওয়ান, যুবলীগ সভাপতি রতন দেওয়ান, সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস আলী, স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলর সালাউদ্দিন রিপন, তাঁতী লীগ নেতা দেওয়ান জুয়েল, হোসেন সরদার, রানা সরকার, আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।