ঢাকা বিশ্ববিদ্যালয়ের “৪র্থ আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা” অনুষ্ঠিত

১৩ ফেব্রুয়ারী ২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে “৪র্থ আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ডিগ্রী ও নন-ডিগ্রী প্রোগ্রামের মোট ১৬জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এই প্রতিযোগিতার আহ্বায়ক এবং জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ের উপর জাপানি ভাষায় বক্তৃতা প্রদান করেন। মিজ খ্রীষ্টিনা মিতি রোজারিও, মি. শাহের আজাদ এবং মিজ উজমা ইফরীত অপসী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন। জাপান দূতাবাসের কালচারাল সেকশনের মি. কিয়োহেই ইয়ামামোতো এবং কোকোরোযাশি এন্ড কাযুকো ভূঁইয়া জাপানিজ কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মি. কুনিয়াকি ওকাবায়াশি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির।

বিভাগীয় প্রধান, বিচারকগণ এবং পরিচালক, সকলেই তাঁদের বক্তব্যে এই ধরণের সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয় এবং গ্রুপ ছবি তোলা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button