মেসির শেষ মুহূর্তের গোলে পিএসজির জয়

সাত গোলের রোমাঞ্চ ছুঁয়ে গেলো পার্ক দে প্রিন্সেসে। লিঁলের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে। লিওনেল মেসির যোগ করা সময়ের গোলে ৪-৩ এ জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

চলতি মাসের প্রথম সপ্তাহে তোলোসের বিপক্ষে জিতেছিল পিএসজি। এরপর ফরাসি কাপ, লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে হেরে যায় তারা। টানা চতুর্থ ম্যাচ হারের আশঙ্কায় ছিল তারা। কিন্তু ৩-২ এ পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা ফেরায় তারা। তারপর যোগ করা সময়ে মেসির গোল।

এমবাপ্পে ১১ মিনিটে গোলমুখ খোলেন। ছয় মিনিট পর নেইমার ২-০ করেন। এরপর ঘুরে দাঁড়ায় লিঁল। বাফোডে ডিয়াকাইট, জোনাথন ডেভিড ও জোনাথন বাম্বা তিন গোল করে পিএসজিকে বড় ধাক্কা দেন। শেষ পর্যন্ত এমবাপ্পে ও মেসির গোল এনে দিলো স্বস্তির জয়।

নেইমারের অ্যাসিস্টে এমবাপ্পে বক্সের সেন্টার থেকে প্রথম গোল করেন। ভিতিনহার পাস থেকে নেইমার দ্বিগুণ করেন ব্যবধান। কর্নার থেকে উড়ে আসা বল হেড করে ২-১ করেন ডিয়াকাইট।

ওই এক গোল শোধ দিয়ে লিঁল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ৫৬ মিনিটে তিয়াগো জালো পেনাল্টি এরিয়ায় মার্কো ভেরাত্তির ফাউলের শিকার হন। ডেভিড গোল করে সমতা ফেরান। এর পাঁচ মিনিট আগে নেইমার গোড়ালির অসহ্য ব্যথা নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

থ্রু বল থেকে ৬৯ মিনিটে আন্দ্রে গোমেসের অ্যাসিস্টে ডান পায়ের শটে লিঁলকে এগিয়ে দেন বাম্বা। তারা লিড ধরে রেখেছিল ৮৭ মিনিট পর্যন্ত। অবশেষে হুয়ান বার্নাটের বানিয়ে দেওয়া বলে ৩-৩ করেন এমবাপ্পে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে বেঞ্জামিনের ফাউলের শিকার হন মেসি। ফ্রি কিক নেন তিনি, ডান পায়ের জাদুকরী শটে পিএসজিকে এনে দেন তিন পয়েন্ট।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট পেয়ে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর (৪৯) সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান বাড়ালো বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button