বাংলাদেশ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা মূলক স্কুল কর্মসূচীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিরাপদ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা মূলক স্কুল কর্মসূচীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে অসিত বরণ বিশ্বাস বলেন, সারা বিশ্বই আজ পরিবেশ দুষনের কবলে। আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষ্য আজ মৃত প্রায়। পানিতে দুর্গন্ধ, নদীর তলদেশে ৩/৪ ফুট পলিথিনের স্তর জমে আছে। যেখানে সেখানে আমরা প্লাস্টিকের বোতল, পলিথিন বর্জ্য ফেলছি। নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীরা কর্ড এইড ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগিতায় এবং কোকাকোলা ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় গত ৪ মাস যাবৎ বিভিন্ন ইভেন্ট পরিচালনা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনুসরনীয়। এই প্রকল্পের আওতায় ১৫, ১৬ ও ১৭ নং ওয়ার্ডের তিনটি স্কুলের মধ্যে প্লাস্টিক সংগ্রহ, নিরাপদ প্লাস্টিক বর্জ্য বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং প্লাস্টিক বর্জ্যরে হ্যান্ডিক্রাফট প্রদর্শনীসহ বিভিন্ন ইভেন্ট পরিচালিত হয়। ভবিষ্যতেও এই প্রকল্প অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি। পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, সাথী রানী সাহা, কর্ড এইড ইন্টারন্যাশনাল এর প্রোজেক্ট এসোসিয়েট মোঃ নুরুজ্জামান, জেলা কমিউনিটি অর্গানাইজার অনীক চন্দ্র দে প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের গণিত শিক্ষক বাবু শ্রীকান্ত নন্দী। প্রতিযোগিতায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অসিত বরণ বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button