হকার ইস্যুতে মামলায় মেয়র আইভীর নারাজি আবেদনের শুনানি ১০ এপ্রিল
নারায়ণগঞ্জে হকার ইস্যুতে সংঘাতের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযোগপত্রের বিরুদ্ধে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নারাজি আবেদনের শুনানির পরবর্তী দিন ১০ এপ্রিল ধার্য করেছেন বিজ্ঞ আদালত।
বুধবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে শুনানিতে এ দিন ধার্য করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (পুলিশ পরিদর্শক) মো. আসাদুজ্জামান।
এর আগে গত ২৩ জানুয়ারি মামলার বাদী সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা আবদুস সাত্তার তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন জানালে আদালত ১ মার্চ শুনানির দিন ধার্য করেছিলেন। গত বছরের ২৩ নভেম্বর পিবিআই এজাহারনামীয় দুই আসামি নিয়াজুল ইসলাম, শাহ নিজামসহ ১২ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হুমকি, জখম, নাশকতা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়। তবে অভিযুক্ত দুই আসামি নিয়াজুল ও শাহ নিজামকে অস্ত্র আইনের দুটি ধারা থেকে বাদ দিয়ে ও এজাহারনামীয় পাঁচ আসামিকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। এতে মামলার বাদী তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (পুলিশ পরিদর্শক) মো. আসাদুজ্জামান বলেন, পিবিআইয়ের দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদনের ওপর শুনানি দিয়েছে বিজ্ঞ আদালত। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছেন। আদালত নারাজি আবেদনের ওপর আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।