তাড়াইলে দারুল কুরআন মাদরাসার মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: (১১মার্চ) শনিবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআন মাদরাসার অভিভাবকদের সাথে মতবিনিময় সভা দারুল কুরআন মহিলা মাদরাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
দারুল কুরআন মাদরাসার পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে ও দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব মুফতি হাসান আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন ময়মনসিংহ গ্রামীণ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ইশ্বরগঞ্জ জামিয়াতুস সুন্নাহর সহকারী পরিচালক মাওলানা সিদ্দিকুর রহমান আকন্দ।
বিশেষ অতিথির আলোচনা পেশ করেন লেখক ও সাহিত্যিক সৌদি প্রবাসী মাওলানা বজলুর রহমান। সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে অভিভাবকদের মধ্য থেকে বক্তৃতা পেশ করেন সহিলাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসীন ভূঞা, সহিলাটি আবদুল হালিম হুসাইনীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মুজিবুর রহমান, রাউতি কুড়েরপাড় ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ মো. আব্দুস সবুর, দেওহাটি জামিয়া হুমায়রা (রা.) এর মুহাদ্দিস মাওলানা শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের তাড়াইলের জিসি মো. নূরুল আলম, তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের যুবলীগ নেতা শরীফুল আলম সুমন, ব্যাংকার মো. সাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দারুল কুরআন মাদরাসার হিফয ও নাযেরা বিভাগের ছাত্রদের সুমধুর কণ্ঠে মনমুগ্ধকর পবিত্র কুরআন তেলাওয়াত আগত অভিভাবকদের প্রাণ সঞ্চার করে তোলে। পরে অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভার শেষ পর্যায়ে নাযেরা বিভাগের উত্তীর্ণ চারজন ছাত্রকে হিফয সবক প্রদান করা হয়। এসময় দারুল কুরআনের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক, হাফেয মো. আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম কাশেমসহ প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।