না’গঞ্জের ফতুল্লায় ঐতিহাসিক ৭ মার্চ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বক্তাবলী পরগণায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুর ২টায় প্রতাবনগর ডাক্তার বাড়ির আঙ্গিনায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম. আর. ক্যানন’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, প্রজন্ম বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবীর সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *