বাংলাদেশরাজনীতি

‘নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো ছাড় দেবে না’- মির্জা ফখরুল

নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংলাপ দুইদিক থেকে নাকচ হওয়ায় আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তার (প্রধানমন্ত্রী) আগে সংলাপ নাকচ করে দিয়েছি। আগামী নির্বাচন শুধু অনিশ্চিত নয়, নির্বাচনে যদি আরও খারাপ কিছু ঘটে আওয়ামী লীগ দায়ী থাকবে। আমরা আর ছাড় দেব না। দেশের মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার কথা বলছি না। চলেন না বেরুই এক সাথে। দ্যট গো-আউট। টক টু দ্য পিপলস, ফারমার্স, রিকসাপুলার্স। নিরপেক্ষভাবে চলেন, আপনি ইনভেস্টিগেশন করেন- দেখবেন মানুষ কী বলে। পিপল ওয়ান্ট এ চেঞ্জ। দিস ইজ ট্রুথ।’

প্রধানমন্ত্রীর বক্তব্যে দাম্ভিকতার বর্হিপ্রকাশ ঘটেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘কাল আমাদের অনির্বাচিত স্বঘোষিত, প্রবল প্রতাপশালী, অহংকারী, দাম্ভিক প্রধানমন্ত্রী বলেছেন, নো প্রেসার উইল ওয়ার্ক অন মি। তার ওপর কোনো চাপই কাজ করবে না। এখানেই বোঝা যায় তার (প্রধানমন্ত্রীর উক্তিতে) এদেশের প্রতি, মানুষের প্রতি কোনো দায়িত্ব নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে নির্বাচনের আগে সংলাপের ফল কি? আমাদেরও প্রশ্ন ওয়াট ওয়াজ দ্য রেজাল্ট। প্রধানমন্ত্রী যেভাবে আসুক তিনি আমাদের সকলের সামনে মিটিংয়ে অঙ্গীকার করেছিলেন যে, নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। পুলিশ কোনো মামলা দেবে না, কাউকে গ্রেফতার করা হবে না নির্বাচন পর্যন্ত।’

বিএনপি শুধু নয়, কেউ নির্বাচনে যাবে না? এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারপরে কি করে উনি (প্রধানমন্ত্রী) আশা করেন- তিনি সরকারে থাকবেন আর দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে। একা বিএনপি তো নয়, আজ সমস্ত রাজনৈতিক দলগুলো কেন বলছে যে, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাব না?’ এমনকি সিপিবি পর্যন্ত বলেছে যে, নির্বাচনে যাওয়া যাবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button