নারায়ণগঞ্জে কালির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
মূল্য তালিকা না থাকায় নগরীর কালির বাজার চাড়ার গোপ এলাকার একটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা।
শনিবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, বাজার পরিদর্শন কালে নারায়গঞ্জ শহরের চারার গোপ এলাকায় মেসার্স মালেক বানিজ্যালয়কে মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এবং কয়েকটি দোকানকে সতর্ক করা হয়।
তিনি আরো জানান, পবিত্র রমজান মাসে কেউ বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করলে এবং অবৈধ ভাবে মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।