বিশ্ব

যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরীতে বিস্ফোরণ: নিহত ২, নিখোঁজ ৯

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি চকলেট ফ্যাক্টরীতে বিস্ফোরণে দুইজন নিহত ও ৯ জন নিখোঁজ হয়েছে।
স্থানীয় টিভি নেটওয়ার্ক ‘ডব্লিউএফএমজেড’ এর খবরে বলা হয়েছে, ওয়েস্ট রিডিংয়ে আরএম পালমার কোম্পানির ফ্যাক্টরীতে শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু আগে এ বিস্ফোরণ ঘটে।
পেনসিলভেনিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, প্রাণহানি ও নিখোঁজ হওয়া ছাড়াও ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়েস্ট রিডিং মেয়র সামান্থা কাগ টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ভবনটি মাটির সাথে মিশে গেছে। ভবন থেকে তেমন কিছু উদ্ধার করা যায় নি।
টিভি ফুটেজে ধ্বংসস্তুপে আগুন জ্বলতে ও অগ্নিনির্বাপক সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button