সিদ্ধিরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সিদ্ধিরগঞ্জে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই অগ্নিকাণ্ডে তুলার গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা শনিবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন । এরআগে শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী মদিনাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
রুহুল আমিন মোল্লা জানান, গুদামটিতে প্রচুর তুলা থাকায় আমাদের আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।