সোনারগাঁয়ে হাজী সোহাগ রনি উদ্যোগে ২ হাজার পরিবার পেল ঈদ উপহার সামগ্রী
মোঃমীমরাজ হোসেন,সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া হাইস্কুল মাঠে হাজী মো.সোহাগ রনির উদ্যোগে ২ হাজার অসহায় দরিদ্র পরিবার পেল ঈদ উপহার সামগ্রী। ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন মাঠে হাজী মো.সোহাগ রনির উদ্যোগে ২ হাজার অসহায় হত দরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তোলে দেওয়া হয়।
সোনারগাঁ উপজেলার সাবেক কৃষক লীগের সভাপতি আলহাজ্ব শাহ জামাল তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল। সার্বিক ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী শাহ মো.সোহাগ রনি। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.শাহ আলম রুপন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা মো.নজরুল ইসলামসহ মোগড়াপাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিনর্গ।
এইসময় হাজী মো: সোহাগ রনি বলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেল করেও অসহায় জনগনের পাশে আছি ভবিষ্যতেও মোগড়াপাড়া ইউনিয়ন বাসীর সুখ দুঃখের সাথী হয়ে থাকবে। পরে প্রধান অতিথি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হাতে তুলে দেন।