সোনারগাঁয়ে শেখ রাসেল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মামুন স্মৃতি ক্রীড়া চক্রের উদ্যোগে শেখ রাসেল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(২৪ এপ্রিল) সোমবার বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়াকান্দী মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেখ রাসেল ক্রীড়া একাডেমী কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ও ধামগড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাবিবুর রহমান এবং উদ্বোধক হিসেবে সনমান্দী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার এস. এম আলমগীর উপস্থিত ছিলেন।
মামুন স্মৃতি ক্রীড়া চক্রের সভাপতি আল আমিন (সোহাগ) এর সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক মিলন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার সালাউদ্দিন সাজু, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল লতিফ, সমাজসেবক মোঃ হাবিবুল্লাহ, শেখ রাসেল ক্রীড়া একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবী আলমগীর কবির,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম সোহান উপস্থিত ছিলেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ স্থানীয় ক্রীড়ামোদি দর্শকরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ফাইনালে ব্রাদার্স ক্লাব ১-০ গোলের ব্যবধানে আবাহনী লিমিটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।