রূপগঞ্জের চনপাড়ায় আবারো সংঘর্ষ, পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

মাদক ব্যবসাকে কেন্দ্র করে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে রূপগঞ্জের চনপাড়া এলাকায়। রোববার রাতে মাদক কারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

 

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও মাদক কারবারিদের গ্রেফতাররে সোমবার সকাল ৬টায় থেকে অভিযান চালানো শুরু করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমার নেতৃত্বে দেড়শতাধীক পুলিশ ও ডিবি পুলিশ অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, এসময় অন্তত ১৩ জনকে আটক ও মাদক ও দেশীয় ধারাল অস্ত্র জব্দ করা হয়েছে।

চনপাড়ায় অভিযান শেষে চাইলাউ মারমা বলেন, ‘গতরাতে মাদক চোরাকারবারিদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সকালে ডিবি ও পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানে বেশ কয়েকটি চিহ্নিত মাদকস্পট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ এ স্পটগুলো নিয়ন্ত্রণ করে জয়নাল, শমসের, শাহাবউদ্দিন, রায়হান, ইয়াসমিন, নাজমা, রহিমা, শাওন, শাহ্ আলম নামে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী। চিহ্নিত এ মাদক ব্যবসায়ীরা পলাতক তবে তাদের সহযোগী ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযানে মাদক ও বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button