৫ মামলায় হাইকোর্টে মামুনুল হকের জামিন

ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ মে) মামুনুলের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। তিনি জানান, আজকের এই ৫ মামলাসহ মোট ১৮টি মামলায় জামিন পেলেন মামুনুল হক। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৪১টি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতা ও নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ডে রাজধানীর পল্টন থানা ও সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে দুটি মামলা হয়। এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে এক নারীসহ ঘেরাও হন মামুনুল হক। একপর্যায়ে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ওই নারীসহ ছাড়িয়ে নেন হেফাজত কর্মীরা।
এরপর একই বছরের ১৮ এপ্রিল মাওলানা মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।