ফতুল্লার শিয়াচরে অগ্নিকান্ডে ৮টি টিনের ঘর পুড়ে ছাই
ফতুল্লার শিয়াচরে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৮টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ৮টায় ফতুল্লার দক্ষিন শিয়াচর এলাকায় আলী আকবরের স্ত্রী রহিমা বেগমের ভাড়াটিয়া বাড়িতে এঘটনা ঘটে।
রহিমা বেগমের বোন ফাতেমা বেগম জানান, ৮টি টিনের তৈরি ঘরে গার্মেন্টস শ্রমিকরা ভাড়া থাকেন। রাত ৮টার সময় বিদ্যুৎ ও গ্যাস ছিলোনা। ওই সময় হঠাৎ বাড়ির কোন একটি রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে ৮টি রুম পুড়ে ছাই হয়ে যায়। এমধ্যে রুমে বসবাসরত সকলেই নিরাপদে চলে যেতে সক্ষম হশ। তবে ঘরে থাকা কোন আসবাবপত্র বের করতে পারেনি কেউ।
তিনি আরো জানান, বাড়ির পাশে একটি রপ্তানীমুখী পোষাক কারখানা থেকে শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।