ফারাক্কা লং মার্চের ৪৭ বছর ; চট্টগ্রামে মওলানা ভাসানী ফাউন্ডেশনের আলোচনা
আজ বিকাল ৫ টায় ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মওলানা ভাসানীর নেতৃত্বে পানির ন্যায্য হিস্যা আদায় ও মরণফাঁদ ফারাক্কা বাঁধের বিরোধিতা করে লংমার্চ অনুষ্ঠিত হয়েছিলো। ১৬ই মে সেই ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৭ তম দিবস উপলক্ষে “বন্ধুরাষ্ট্র ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তুলুন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খানের সঞ্চালনায় আলোচনা করেন অধ্যাপক শিব প্রসাদ সূর, এ্যাড. আজমল হক, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার যুগ্ম-সমন্বয়কারী মোজাফফর আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন চট্টগ্রাম জেলা আহবায়ক আব্দুল্লাহ মহিউদ্দিন, মিয়া এমদাদুল ইসলাম চৌধুরী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী, মোহাম্মদ হারুন, এ.কে.এম. মোফাজ্জল হায়দার, মির্জা আবুল বশর, মোক্তার আহমদ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ফয়জুল আজীম চৌধুরী।