খেলা

‘ভেঙ্গে পড়েছেন’ ফুটবলার সালাহ

দীর্ঘ সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে  লিভারপুলের  ছিটকে যাওয়ার ‘কোন অজুহাত’  দেখছেন না দলটির তারকা ফুটবলার মোহামেদ সারাহ। গতকাল চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষ চারে স্থান নিশ্চিত হওয়ায়  আগামী মৌসুমের  চ্যাম্পিয়ন্স লিগ থেকে  ছিটকে গেছে লিভারপুল।
ড়তরাতে ওল্ড ট্রাফোর্ডে উত্তর লন্ডনের ক্লাবচেলসিকে  ৪-১ গোলে হারানোর মাধ্যমে ইউরোপের অভিজাত ক্লাব টুর্নামেন্টে স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।  অভিজাত এ টুর্নামেন্ট নিশ্চিত করা ইংল্যান্ডের  অপর তিন দল হচ্ছে  ম্যাচস্টোর সিটি.আর্সেনাল ও নিউক্যাসল। অপরদিকে শীর্ষ চারের বেশ কাছাকাছি চলে আসার পরও শেষ রক্ষা হলোনা আগের মৌসুমে চমক দেখানো লিভারপুলের।
ধুকতে থাকা ক্লাবটি মৌসুমের শেষভাগে এসে জ্বলে উঠে। শেষ বেলায় এসে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা লিভারপুল শেষ পর্যন্ত লিগ মৌসুম শেষ করতে যাচ্ছে তালিকার পঞ্চম অবস্থান নিয়ে। অর্থাৎ এখন তাদের গন্তব্য আগামী মৌসুমের ইউরোপা লিগ।
মৌসুমে সব প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে ৩০ গোল করা সালাহ সামজিক যোগাযোগ মাধ্যমে নিজের মিডিয়া চ্যানেলে বলেন,‘ আমি খুবই মর্মাহত’।
সালাহ আরো বলেন,‘ এর জন্য কোন অজুহাতই নেই। আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছানোর জন্য যা যা দরকার তার সবই ছিল দলটিতে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।’
উল্লেখ্য ২০১৭ সালে সালাহ যোগ দেয়ার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না লিভারপুল। এদিকে গত বছর লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ আরো তিন বছর বাড়ানোর ফলে অ্যানফিল্ডে সালাহর ভবিষ্যৎ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button