আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়: মুহম্মদ গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, কেউ কেউ হুঙ্কার দিয়ে বলেন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমরা তো ক্ষমতার জন্য আন্দোলন করি না। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করি। আপনারা ক্ষমতায় থাকতে চান আরও একশো বছর থাকেন। আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের মত কারচুপির নির্বাচন করতে চায়। আমরা বলি এদের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন এদেশে হবে না। আমরা চাই তাদের বাদ দিয়ে একটি সরকার হতে হবে। যাদের মাধ্যমে নির্বাচন হবে৷
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) সকালে ফতুল্লায় আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। কারন জনগণ আজ তাদের বিশ্বাস করে না, ভালবাসে না। তাই আজ দেশের মধ্যে ১৯৭১ সালের যে লক্ষ্য ছিল সেই একান্ন বছর আগের আন্দোলন করতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।
তিনি বলেন, সরকারি দলের যারা আছেন তাদের বলতে চাই দোষ আপনাদের। জনগণের জন্য আপনারা কাজ করেননি। নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। অনেকে অনেক বড় বড় বক্তৃতা দেন। এটাই তাদের কাল হয়ে গেছে। অহমিকা আল্লাহ পছন্দ করে না। তাই তারা যা বলে তাতেই ক্ষতিগ্রস্ত হয়। আর দোষ দেয় বিএনপিকে। তাদের মুখের ভাষাই তাদের জন্য যথেষ্ট।