বাংলাদেশ

আড়াইহাজারে এক বাড়িতে দিনে-দুপুরে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষক দম্পতির বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতে তারা।

দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে দুইটি কক্ষের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এসময় প্রায় ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (৩১ মে) বেলা আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় শিক্ষক দম্পতি তাদের কর্মস্থলে ছিলেন। 
ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক শফিকুল জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই স্থানীয় দুইটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বুধবার সকাল ৯টার দিকে তারা দুজনেই বাড়ি থেকে বের হয়ে তাদের কর্মস্থলে চলে যান।

দুপুর ১টার দিকে শফিকুল প্রথম বাড়িতে খাবার খেতে এসে দেখতে পান প্রধান দরজার লক ভাঙা। এর পর তিনি কক্ষের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি জানান, দুর্বৃত্তরা প্রায় দুইটি কক্ষে থাকা আলমারীর দরজা ভেঙে স্বর্ণালঙ্কার ও ব্যাংকের চেক বইয়ের স্বাক্ষর করা একটি পাতাসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী লুটে নিয়েছে। এ ঘটনায় আশপাশের এলাকায় বসতবাড়ির লোকজনের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, এর আগেও একই এলাকার দুই স্কুল শিক্ষকের বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। একের পর এমন ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, এসব বাড়ির আশপাশের এলাকায় দিনভরই বিপুল সংখ্যক বিভিন্ন বয়সের বখাটেদের আনাগোনা থাকে। কিন্তু ভয়ে তাদের ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্র আমরা তদন্ত করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই মালামাল উদ্ধারসহ দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে সক্ষম হব।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button