ফ্যাসিবাদের পতনের অঙ্গিকারে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি
৩ জুন, ২০২৩, শনিবার সকাল ১০ টা থেকে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে দ্বিতীয় সম্মেলনের ২য় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। তরিকুল সুজনের সভাপতিত্বে ও অঞ্জন দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। কাউন্সিল শেষে ২৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
আবুল হাসান রুবেল বলেন, সরকার মেগা প্রকল্পের নামে দেশে মেগা লুটপাট চালাচ্ছে। ফলে যে উন্নয়নের বাজেট তারা ঘোষণা করে, তা আসলে বাকোয়াজি। এই বাজেট দিয়ে দেশের সংকট মোকাবিলা করা যাবেনা। বরং সমস্যা আরও ঘনীভূত হবে। ফলে তারা ক্ষমতা থেকে চলে গেলেও এই ক্ষতির পূরণ করতে সময় লাগবে। তবে তাদের দিন ফুরিয়ে এসেছে। এই বিষয়টা জনগণের মধ্যে সঞ্চার করতে হবে। সাহসের যোগান দিতে হবে। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা একটি গণমানুষের বাংলাদেশ নির্মাণ করার জন্য লড়াই করছি। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার দেশ গঠনের জন্য স্বপ্ন দেখছি। কারো বাপের মেয়ের কাছে এই স্বপ্ন আমরা ধূলিসাৎ হতে দিবো না। বর্তমান স্বৈরাচারকে পতনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেই আকাঙ্ক্ষিত দেশ কায়েম করবো। আশা রাখি, আজকের এই নবনির্বাচিত কমিটি নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে সেই লড়াইকে বেগবান করবে।
তরিকুল সুজন বলেন, আমরা এই ফ্যাসিবাদ এবং দুঃশাসনের বিরুদ্ধে জান বাজি রাখা লড়াই করতে চাই। আর এই লড়াই করবো বলে, আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের প্রাথমিক বিজয় হবে, মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। আমাদের চূড়ান্ত বিজয় হচ্ছে, মানুষের মুক্তি সংগ্রাম।
অঞ্জন দাস বলেন, ফ্যাসিবাদের পতন আমাদের নতুন জেলা কমিটির অঙ্গীকার। যারা আমাদের জীবনকে জাহান্নামে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিকল্প নাই। এই সরকার ভীত হয়ে পরেছে, তাই ভয়-ভীতি, আতঙ্ক ছড়িয়ে শাসন ব্যবস্থায় রক্ষা মরিয়া হয়ে পড়েছে। তারা ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যাক্তিগত সম্পদ অর্জন করাকেই প্রধান কর্তব্য মনে করে। তাদের হাতে দেশ ও দশ নিরাপদ নয়। দলীয় ঐক্য এবং গণমানুষের ঐক্যই এই ফ্যাসিবাদের পতন ঘটাবে বলে, আমরা বিশ্বাস করি।
কমিটি পরিচিতিঃ
৬টি ফাঁকা পদ ১৯ জনের কমিটি:
সমন্বয়ক : তরিকুল সুজন
নির্বাহী সমন্বয়ক: অঞ্জন দাস
সাংগঠনিক সম্পাদক: পপি রাণী সরকার
অর্থ সম্পাদক: নাজমা বেগম
দপ্তর সম্পাদক: রাকিবুল হাসান দ্বিপু
প্রচার সম্পাদক: শুভ দেব
সমাজকল্যান বিষয়ক সম্পাদক: কাউসার হামিদ
ক্রীড়া বিষয়ক সম্পাদক: মাহমুদ কলি হারুন
পরিবেশ বিষয়ক সম্পাদক: আওলাদ হোসেন
ছাত্র বিষয়ক সম্পাদক: রফিকুল বাপ্পি
শিক্ষা ও রাজনীতি বিষয়ক সম্পাদক: এস এম রাব্বি
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: জাহিদ সুজন
কার্যকরী সদস্যঃ
মশিউর রহমান রিচার্ড
আলমগীর হোসেন আলম
আব্দুল্লাহ আল মামুন
ইমদাদ হোসেন
আমিনুর ইসলাম
মো: শাহজালাল
ইব্রাহিম খলিল
সহ সমন্বয়ক- ২টি পদ ফাঁকা
সহ নির্বাহী সমন্বয়ক- ২ ফাঁকা
দুইজন কার্যকরী সদস্যপদ ফাঁকা