অনলাইন জুয়ায় টাকা হারিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে যুবকের আ*ত্মহ*ত্যা

কিস্তির চিন্তায় ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা

গোলাম কাওকাব, হাজীগঞ্জ প্রতিনিধি:

গত ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার কিস্তির টাকা পরিশোধের চিন্তায় আত্মহত্যা করে রিয়াদ (২৭) নামের এক যুবক।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে ৭০ হাজার টাকার কিস্তি নিয়েছিল। ৩০ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে বাকি টাকাগুলো অনলাইন জুয়া-ভিত্তিক ওয়েবসাইটে ডিপোজিট করে। আস্তে আস্তে পুরো ৪০ হাজার টাকা লোকসান হলে দিশেহারা হয়ে পড়ে। “কি করে কিস্তি পরিশোধ করবে”, সে চিন্তা করে আত্মহননের স্বীদ্ধান্ত নেয়। পরিশেষে বৃহস্পতিবার ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহনন করে।

সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা পাট‌ওয়ারী বাড়ির (খাশারি বাড়ি নামে পরিচিত) ম‌জিব
মিয়ার (ম‌ইজ্জা নামে পরিচিত) একমাত্র ছেলে। সে পেশায় দিনমজুর ছিল। তার মা-বাবা ও পাঁচ বোন রয়েছে তার এই কর্মকান্ডে পরিবারসহ এলকাবাসী সকলে‌ই মর্মাহত।

তার পিতা, তার এরকম কর্মকান্ডে বিব্রত হয়ে বলেন, “আমি কখনোই বিশ্বাস করতে পারছি না, আমার ছেলে এরকম কিছু করবে, তাও আমার একমাত্র ছেলে! বর্তমানে এই মোবাইল আর কি অনলাইন ব্যাট না কি যেন সবাইকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।” তিনি তার ছেলের জন্য সকলের নিকট দোয়া চান এবং ক্ষমা চান।

এই ঘটনার তদন্তে হাজীগঞ্জ থানা পুলিশের ওসি ঘটনাস্থলে এসে লাশটিকে পোস্টমর্টেম এর জন্য পাঠায়, পুলিশ পোস্টমর্টেম করে লাশ পরিবারকে বুঝিয়ে দেয় এবং সকলের উদ্দেশ্যে বলে, “আপনাদের সন্তানদের গতিবিধি খেয়াল করুন। অনলাইন জুয়া, প্রেমে ব্যর্থতাসহ অন্যান্য কারণে বর্তমানে যুবকরা আত্মহত্যা করছে। তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত কিছুই দিবেন না এবং সর্বদা নজরে রাখবেন।”

এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে অস্থিরতামূলক মনোভাব দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button