আজ ৬ ডিসেম্বর ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস
৬ডিসেম্বর, ২০২৩ বুধবার
শেখ মঈনুল আজাদ
আজ ৬ ডিসেম্বর, ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালে আজকের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার প্রতিবাদ আর প্রতিরোধের মুখে পতন ঘটে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের। মুক্তি পায় গণতন্ত্র। অর্জিত হয় গণতান্ত্রিক আন্দোলনের মহাবিজয়।
১৯৮২ সালের ২৪ মার্চ এইচ এম এরশাদ রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশের রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি, সব ক্ষেত্রে গণবিরোধী ধারা প্রবর্তন করেন। ১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারি থেকেই এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে ছাত্রসমাজ। গণবিরোধী ধারার বিরুদ্ধে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলে দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে।
১৯৯০ সালের ১০ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ গণআন্দোলনের সূচনা প্রবর্তিত হয়। ঢাকা পলিটেকনিকের ছাত্র মনিরুজ্জামান হত্যার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেয়।
১৯৮৭ সালের ১০ নভেম্বর হরতাল চলাকালীন বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা নিয়ে আন্দোলনে নামা নূর হোসেনকে গুলি করে স্বৈরাচার এরশাদের বাহিনী।
একই দিন আমিনুল হুদা টিটোকে হত্যা করে তার লাশ গুম করে সেনা ও পুলিশ বাহিনী। ফুঁসে ওঠে আন্দোলন। সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এরশাদ শাসন হটানোর আন্দোলনে নেমে পড়ে। ঘটনাক্রমিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এরশাদ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন।