সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ছিনতাইকৃত মালামাল উদ্ধার, আটক ৩ জন –
৬’ডিসেম্বর, ২০২৩ বুধবার
রিপোর্টার : মো: রাইন চৌধুরী,বাকলিয়া থানা প্রতিনিধি,চট্টগ্রাম।
গত ০৩/১২/২০২৩ তারিখে ভুক্তভোগী সিএনজি যোগে তার ভাইয়ের বাসায় যাওয়ার পথে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড়স্থ রেডক্রিসেন্ট হাসপাতালের গলির মুখে পাকা রাস্তার উপর এসে পৌঁছালে গাড়ি যানজটের মধ্যে আটকে পড়ে। তৎমধ্যে অজ্ঞাতনামা ৩ জন উক্ত সিএনজি গাড়ির সামনে এসে গতিরোধ করে এবং ভয়ভীতি দেখিয়ে সিএনজির গ্রীল খুলতে বলে। গ্রীল না খোলায় তাদের মধ্য থেকে অজ্ঞাতনামা ০১ জন উক্ত সিএনজি গাড়ির পিছনের তেরপাল কেটে গাড়ির পিছনে রাখা একটি কালো রংয়ের কাঁধের ব্যাগ, যার মধ্যে থাকা নতুন ও পুরাতন সর্বমোট-০৭টি পাসপোর্ট এবং ভুক্তভোগীর জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড), বিভিন্ন মডেলের ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫,৫০০/-টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার ভিত্তিতে সিএমপি কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলার প্রেক্ষিতে সিএমপি কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন সহ পুলিশের একটি ফোর্স বাকলিয়া থানাধীন নয়া মসজিদ ও চান্দগাও থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: রাসেল, মো: শরীফ ও মো: সুমনকে গ্রেফতার করেন এবং তাদের দেওয়া তথ্য মতে চান্দগাঁও থানাধীন খাঁজা রোড এলাকা থেকে ০১টি কাধের ব্যাগ এবং ব্যাগের ভিতর ভুক্তভোগী এবং তার মেয়েদের নতুন/পুরাতন ০৭টি পাসপোর্ট, এনআইডি স্মার্ট কার্ড এবং বিভিন্ন মডেলের ০২টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করেন।
অপরাধীদের সম্পর্কে তেমন কোন তথ্য জানা যায় নি।কোতোয়ালী থানার এস আই মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান তাদের আইনের আওতায় এনে যতাযত শাস্তি প্রদান করা হবে।