লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ১ বছর: পূর্ণতা পেয়েছিল “সর্বকালের সেরা” দাবী

গোলাম কাওকাব, স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ

একজন জাদুকর, ফুটবলের জাদুকর! যার কিনা সব ছিল, ছিল না শুধু একটা বিশ্বকাপ। তবুও তিনি ছিলেন সর্বকালের সেরা ফুটবলার। তবে বিশ্বকাপহীন মেসি হ‌ওয়ায় অধিকাংশ‌ই তাকে সেরা মানতে রাজি নয়। মেসি দমে যাওয়ার ব্যাক্তি নন, কারণ সে যে মেসি। তাঁর এই স্বপ্ন পূরণের লক্ষ্য তাকে পৌঁছে দিয়েছিল “GOAT” বা “সর্বকালের সেরা” এই পদবিতে। নানা জল্পনা কল্পনা শেষ করে আজকের এই দিনে মেসির আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ।

এইজন্যই ২০২২ সালের ১৮ ডিসেম্বর, দিনটা বহুদিন মনে রাখবে আর্জেন্টিনা ও আর্জেন্টাইন সমর্থকরা। গত বছরের এই তারিখেই ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা।

কে ভেবেছিল, বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের মতো দলের কাছে হারের পর শিরোপা জিতবে আর্জেন্টিনা? তবে সেটাই করে দেখিয়েছে মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর আর কোন ম্যাচ-ই হারেনি তারা।সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে ছিল সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো। প্রথম ম্যাচ হারের পর সমর্থকদের চাওয়া ছিল কোনোভাবে গ্রুপ পর্ব পার করা। পরের দুই ম্যাচ জিতে আর্জেন্টিনা তা-ই করে দেখিয়েছে। মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকে’ই ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে মেসির দল। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি মেসি-মারিয়াদের।
শেষ ষোলোতে আর্জেন্টিনা ২-১ গোলে হারায় এশিয়ার জায়ান্ট অস্ট্রেলিয়াকে। নাটকীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় আলবিসেলেস্তেরা। নির্ধারিত ১২০ মিনিট পর্যন্ত ২-২ গোলে ড্র ছিল ম্যাচটি। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে কোন প্রকার পাত্তাই দেয়নি আর্জেন্টিনা। ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০১৮ বিশ্বকাপের প্রতিশোধ নেয় তারা।

এরপর ফাইনাল। ফাইনালের প্রথম হাফে ফ্রান্সের জালে দুই গোল দেয় আর্জেন্টিনা। ম্যাচটা তখন দেখে মনে হচ্ছিল সহজ জয় পাবে মেসির দল। তবে নাটকীয়তার বাকি ছিল দ্বিতীয় হাফে। এমবাপ্পের দুই মিনিটের দুই গোল ফ্রান্সকে ম্যাচে ফেরায়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দল একটি করে গোল করলে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ফ্রান্সের দুইটি শট আটকে নায়ক বনে যান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা যেতে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button