চট্টগ্রামের বহদ্দারহাটে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৪ নারী-পুরুষ আটক
২৬ ডিসেম্বর, ২০২৩ – মঙ্গলবার
রিপোর্টার – শেখ মঈনুল আজাদ
চান্দগাঁও থানা প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ের ১৪ নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ প্রশাসন।
রোববার (২৪ ডিসেম্বর) বহদ্দারহাট মোড় এলাকায় বিভিন্ন হোটেলে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৮ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারা মোতাবেক চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়।