চান্দগাঁও থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক ১০ জন
রিপোর্টার: শেখ মঈনুল আজাদ
চান্দগাঁও থানা প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৩ইং
সিএমপি চান্দগাঁও থানার এসআই (নিঃ)শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার সহ চান্দগাঁও থানাধীন মোহরা কবির টাওয়ারের পিছনে এয়ার মোহাম্মদ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ১১১ টি তাস ও নগদ ১৫৪০ (একহাজার পাঁচশত চল্লিশ) টাকা সহ শাহাদাত হোসেন, মোঃ নয়ন, মোঃ সোহাগ, মোঃ আবিদ হোসেন, মোঃ সাকিব হাসান, মোঃ ইসমাইল, মোঃ রায়হান, মোঃ মিলন, মোবাশ্বের হোসেন মাহি, গিয়াস উদ্দিন লেদুকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়।