শামীম ওসমানকে বিজয়ী করতে লিটন আহাম্মেদের ব্যাপক প্রস্তুতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ- ৪ (সিদ্ধিরগঞ্জ- ফতুল্লা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমানকে বিপুল ভোটে বিজয়ী করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক লিটন আহাম্মেদ।
রবিবার (০৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করতে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক লিটন আহাম্মেদ এর উদ্যোগে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এবং নূরে মদিনা বাদশা মেম্বার হাফিজিয়া মাদরাসা ভোট কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করতে ০৩ টি টিম গঠন ও প্রবীণ ভোটারদের কেন্দ্রে যাতায়াতের জন্য ০৮ টি অটোরিকশার ব্যবস্থা করা হয়েছে।
এবিষয়ে লিটন আহাম্মেদ বলেন, নারায়ণগঞ্জ-০৪ আসনে আমাদের একটাই লক্ষ্য ভোটারদের কেন্দ্রে উপস্থিত করে নৌকার ভোট নিশ্চিত করা। এ আসনে ইনশাআল্লাহ শামীম ভাই বিপুল ভোটে পাশ করে সংসদ সদস্য নির্বাচিত হবেন।আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে সুন্দর, শান্তিপূর্ণ ভাবে নিতে হবে। কারও ষড়যন্ত্রে আমরা পা দেব না। ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী করবো।
তিনি বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটা সন্ত্রাসী দল, আর জামায়াত যুদ্ধাপরাধীদের দল। বাংলাদেশের চলমান উন্নয়নকে সচল রাখার জন্যই বিএনপি-জামায়াত উভয়ের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে।’ উন্নয়নের ধারা আব্যাহত রাখাতে নৌকা মার্কায় ভোট আমাদের ভোট দিতে হবে। নৌকার মনোনীত প্রার্থীদের বিজয়ী করে অদৃশ্য শক্তির হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে।