চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ; আইনশৃঙ্খলা বাহিনীর শটগানের গুলি ছোড়ে পাল্টাজওয়াব

জানুয়ারী ৭, ২০২৪ইং
চান্দগাঁও থানা প্রতিনিধি, চট্টগ্রাম

আজ সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সকাল সাড়ে ৯টার দিকে সরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনের সড়কে সংঘর্ষ শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার পঙ্কজ দত্ত বলেন, “বিএনপির একদল লোক টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। পরে পুলিশ সড়ক অবমুক্ত করার চেষ্টা করলে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

“তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে, যার কারণে পুলিশ শটগানের গুলি দিয়ে পাল্টা জবাব দিয়েছে,” তিনি বলেন।

এ ছাড়া মৌলভীপুকুরপাড় এলাকায় পুলিশ ও ভোটবর্জনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া- পাল্টাধাওয়া চলমান আছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button