নৌকা মার্কায় ভোট দেওয়ায় মুদি ব্যাবসায়ী জসিম সওঃ কে ঘরে গিয়ে ঈগল সমর্থিত অনুসারীদের হামলা
জানুয়ারি ৭,২০২৪ইং
চান্দগাঁও থানা প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া (১২আসন) ৫নং ওয়ার্ড হরিণ খাইন গ্রাম কুসুমপুরা ইউনিয়নে ঈগল সমর্থিত আবু তাহের এর নেতৃত্বে মুদি দোকানদার জসিম সওঃ এর উপর এলোপাতাড়ি হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর ভোট চলাকালীন সময়ে স্থানীয় একটি সূত্রে এমন খবর পাওয়া যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ন্যায়ের আলো’কে জানান আহত জসিম সওঃ এর স্ত্রী নৌকায় ভোট দিয়ে আসার সময় বাড়ি বরাবর পর্যন্ত আসলে অত্র এলাকার সাবেক মেম্বার আবু তাহের ও তার অনুসারীরা আহত জসিম সওঃ স্ত্রীর সাথে প্রচন্ড বিবাদ করে। স্ত্রী স্বামী জসিমকে এই বিষয়টি জানালে, স্বামী ঘটনাস্থলে আসলে কোনো কথা ছাড়া এলোপাতাড়ি মারধর করা হয় পুরো শরীরে। এলাকার মানুষ জানতে পেরে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আসলে ঘটনা সম্পর্কে অবগত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।