রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের করনীয় নির্ধারনে গণসংহতি’র আলোচনা ও ইফতার

বাংলাদেশের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্যে জনগণের মধ্যে সংগঠন গড়ে তোলার ধারাবাহিকতায় গণসংহতি আন্দোলন, সীতাকুণ্ড উপজেলা কমিটির আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত।

আজ ০৪ এপ্রিল ২৪, বৃহস্পতিবার, বিকাল ০৪টায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে উক্ত আয়োজনে প্রধান আলোচক : শেখ মোজাফফর আহমদ,
যুগ্ম-সমন্বয়ক – গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা।, বিশেষ আলোচক: ডা. অপূর্ব নাথ, আহবায়ক, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর।
বিশেষ আলোচক: শহীদ শিমুল, যুগ্ম-সমন্বয়ক,
গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলা।
সভাপতি : নুরুল আলম, যুগ্ম-আহবায়ক, সীতাকুণ্ড উপজেলা।
মুসলিম উদ্দিন রিপন, সদস্য সচিব, সীতাকুণ্ড উপজেলার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহিম চৌধুরী বাবু, সদস্য সচিব চট্টগ্রাম মহানগর গণসংহতি আন্দোলন। জাহিদুল আলম আল-জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য, চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলন। আব্দুল্লাহ আল মুঈজ, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। মারুফ হোসেন, আহবায়ক, বাংলাদেশ যুব ফেডারেশন চট্টগ্রাম জেলা। রক্তবীজ অর্ক, সংগঠক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর। আব্দুল্লাহ আল সুমন, কোষাধ্যক্ষ, সীতাকুণ্ড উপজেলা কমিটি। আব্দুস সাত্তার হাসান, প্রচার সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা। ইউসুফ আলী, সহ-সভাপতি হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সীতাকুণ্ড উপজেলা, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি, হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সীতাকুণ্ড উপজেলা। প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button