চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ইফতার ও পুণর্মিলনী উৎসব।
চট্টগ্রামের প্রখ্যাত ডানপিটে ও মেধাবী ছেলেদের অংশগ্রহণে এই প্রাণবন্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে আজ
চট্টগ্রাম ব্যুরো প্রধান: এপ্রিল ৭, ২০২৪ইং — ‘চট্টগ্রাম কলেজিয়েট স্কুল’ নামটা শুনলেই সবার আগে সমগ্র চট্টগ্রামবাসীর চোখে যে চেহারাটা ভাসে, তা হলো শতবর্ষী একটি লাল দালান। যেখানে সারাক্ষণ আনন্দ ও খুনসুটিতে ব্যস্ত থাকে সাদা শার্ট আর সাদা প্যান্ট পরিহিত কিছু ছেলেপুলে। বছর বছর ধরে অনেকেই আসে, আবার অনেকেই চলে যায় প্রিয় স্কুল ছেড়ে। রয়ে যায় স্মৃতি, কিছু চিরায়ত হাসি আর না বলা অনেক গল্প।
ভ্রাতৃত্বের প্রগাঢ়তা বলবৎ রাখতে এবং শৈশবের স্মৃতিগুলো আবারো রোমন্থন করতে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল ও পূণর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রামের প্রখ্যাত ডানপিটে ও মেধাবী ছেলেদের অংশগ্রহণে এই প্রাণবন্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে আজ (রবিবার, এপ্রিল ৭) বিকেল ৪টায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে।
উক্ত আয়োজন সমন্বয়ে ছিলেন জনাব আশিকুল ইসলাম ভূঁইয়া, জনাব ইয়াসিন আদনান, জনাব মুনতাসির মাহমুদ, জনাব সোয়াদ সরওয়ার, জনাব শেখ তাকরীম বিন আমির, জনাব আহমেদ ফয়সাল ও জনাব রিয়াসাত তাসিন চৌধুরী প্রমুখ। আলোকচিত্রী হিসেবে ছিলেন জনাব ইসলাম শাফিন, ভিডিওগ্রাফিতে ছিলেন জনাব শেখ ফারদীন ইসহাক, ব্যানার ডিজাইন করেছেন জনাব কাজী সাজ্জাদ হোসাইন ও গণমাধ্যম পার্টনার ছিলো দৈনিক ন্যায়ের আলো ও দ্য নিউজম্যান।
উক্ত অনুষ্ঠানের অন্যতম আয়োজক জনাব আশিকুল ইসলাম ভূঁইয়া দৈনিক ন্যায়ের আলো-কে বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ এ ধরনের আয়োজন শুধুমাত্র উদর পুর্তি করে না, বরং সকল অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সংহতির চেতনাকে পুষ্ট করে।”
জনাব ইয়াসিন আদনান দৈনিক ন্যায়ের আলোকে জানান, “এই সময়টাই আসলে পুরো বছরে একবার আমরা সবাই উপভোগ করি। যখন আমরা আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি পরিবার হিসাবে একত্রিত হয়ে রমজানের সোহবতের অংশীদার হই।”
এই ১৭৯তম ব্যাচের স্লোগান ‘Aaaayeee’ এর মাধ্যমে তারা অনুষ্ঠান শুরু করে। ইফতার শেষে সবাই শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। একসাথে কাটানো সময়ের জন্য সকলেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
“জ্বলে উঠুক শৈশবের,
কলেজিয়েটের সেই আলো;
লাল-দালান আজও মনে করে তোমায়,
কলেজিয়েট ব্যাচ – ১৭৯তম।”