ট্রমাটাইজড হিটম্যানকে নিয়ে সম্পূর্ণ রঙিন বাংলা কমিক্স ‘ইশমাম’

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান, দৈনিক ন্যায়ের আলো

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৪ইং – “ইউ ওয়্যার নেভার হিয়ার” সিনেমার প্রভাবে জন্ম নিলো একটি কমিকের। নাম ইশমাম। মঙ্গলবার (এপ্রিল ২) বেরিয়েছে মাতব্বর কমিক্স এন্ড পাবলিকেশনের কমিক বই ‘ইশমাম’।

উসকোখুসকো চুলের একটি ছেলে, গালভরা দাড়ি, দিলখুশ চলাফেরা আর মনে এক কাপ কোল্ড কফির তীব্র আকুতি ; চট্টগ্রামের এই স্পাইক স্পিগেলের নাম রাগিব নিহাল তন্ময়। ‘ছাত্রত্ব’-কে পেশাগত পরিচয় হিসেবে কতটুকু বলা চলে আমার জানা নেই, তবে আমি ছাত্রত্বকে পেশা মানি না। যাইহোক, এই ঔপন্যাসিকের পরিচয় দেওয়া শুরু করলে বলে শেষ করা যাবে না। না মিশলে, তারে বুঝা বড্ড দায়।

সংক্ষেপে লিখি এইটুকু, ‘অমরনাথ’ এর লেখক হিসেবে যিনি সুপরিচিত, আসছেন তাঁর নতুন কমিক বই “ইশমাম” নিয়ে। বইটি চিত্রায়িত করেছেন চন্দ্রিকা নূরানী ইরাবতী। কভার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন নাফিসা আনজুম। প্রিয় পাঠকবৃন্দের জন্য এই বই ট্রমা, মানসিক অসুস্থতা এবং একজন হিটম্যানের নিষ্ঠুর জগত তুলে ধরে।

“ইশমাম” বইটি ৭২ পেইজের সম্পূর্ণ রঙিন একটি কমিক যা ‘মাতব্বর কমিক্স এন্ড পাবলিকেশন’ থেকে প্রকাশিত হয়েছে। বইটির সিনোপসিসে বলা আছে, “শারীরিক বা মানসিক ক্ষত যার ধ্বংসাত্মক প্রভাব আছে জীবনে। অক্সফোর্ড ডিকশনারি ট্রমা-র (trauma) যে ব্যাখ্যা দিয়েছে তা মোটামুটি এই দাঁড়ায়। ইশমাম ট্রমাটাইজড, ইশমাম ধ্বংসাত্মক। কোনও গর্হিত কাজে মোটা টাকার বিনিময়ে আপনিও নিতে পারেন ইশমামের সেবা। তবে সাবধান, এ জগতে একবার পা ফেললে…বোঝেনই তো।”

“শুরুতে ভেবেছিলাম ইশমাম হবে সমকালীন একটি গল্প, নিদেনপক্ষে একটি জীবনালেখ্য— যাকে ইংরেজিতে বলে স্লাইস অফ লাইফ। বহুদিনের অভ্যাস নাকি বদঅভ্যাস বলবো— আমি যাই লিখতে বসি সেটি কিভাবে যেন রোমাঞ্চ গল্পের দিকে মোড় নেয়। ইশমামেও তাই হয়েছে” – জানিয়েছেন ইশমামের স্রষ্টা জনাব রাগিব নিহাল তন্ময়।

তিনি এ-ও জানান, “সবশেষে, পাঠকদের ধন্যবাদ। আপনারা নিজের পকেটের পয়সা খরচ করে আমাদের বই কেনেন, ঠিক সেকারণেই আমাদের এতদূর আসার প্রত্যয় জুগে যায়।“

ইশমামের আঁকিয়ে চন্দ্রিকা নূরানী ইরাবতী জানান, “ইশমামের ব্যাপারে তন্ময়ের সাথে যখন কথা হয়, পুরো ব্যাপারটিই আমার কাছে দূর্বোধ্য ঠেকেছিল। কিন্তু স্ক্রিপ্ট পড়ে একেবারেই আটকে গেছিলাম। আমি তখন কেবল কমিক স্ট্রিপ আঁকতাম, ইশমাম একটি দীর্ঘ প্রকল্প— ৭০ পৃষ্ঠা, সম্পূর্ণ রঙ্গিন। সেখানে প্রচুর অ্যাকশন দৃশ্যও আছে যেগুলো আঁকা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ তো বটেই। স্ক্রিপ্টের শুরু থেকে শেষ পর্যন্ত কেটেছে অনেকগুলো বছর, সাথে পরিবর্তনও হয়েছে অনেক।”

“ইশামাম” কিনতে ‘মাতব্বর কমিক্স এন্ড পাবলিকেশন’-এর ফেসবুক পেইজে যোগাযোগ করুন। এছাড়াও, https://latimcomics.com/product/ishmam/ লিঙ্কটিতে গিয়ে বইটি কিনতে পারবেন।

মাতব্বর কমিক্স এন্ড পাবলিকেশন
ফোনঃ 01881-561856
মেইলঃ matabborcomics@gmail.com
ফেসবুকঃ https://www.facebook.com/matabborcomics

সূত্র : দ্য নিউজম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button