আড়াইহাজার উপজেলা নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ এপ্রিল) যাচাই-বাছাই পর্ব শেষে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে, আড়াইহাজার উপজেলায় তিন পদে ১৪জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ জন।
নির্বাচন কমিশন সূত্রে, আড়াইহাজার উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো. আজাদ খান, মো. জায়েদুল হক মোল্যা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাহবুবের রহমান রোমান, মুজাহিদুর রহমান হেলো সরকার, কাজি সুজন ইকবাল, মো, আজীজুর রহমান মোল্লা, মো. শাহজালাল মিয়া, মো. খোরশীদ আলম।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন মোল্লা, মো. মনিরুজ্জামান মোল্লা, মো. সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন শাহিলা মোশারফ।
উল্লেখ্য, আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।