চট্টগ্রামে মে দিবস উপলক্ষে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শ্রমিক সমাবেশ

১৩৮তম মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( বা জা ফে – ১২) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দেওয়ানহাট মোর চত্বরে এক শ্রমিক সমাবেশ ও ্যর‍্যালি

এতে সভাপতিত্ব করেন: ডাঃ অপূর্ব নাথ,আহ্বায়ক, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি, চট্টগ্রাম জেলা।

সঞ্চালনা :মিজানূর রহীম চৌধুরী বাবু, আহ্বায়ক, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, চট্টগ্রাম জেলা ।

বক্তব্য রাখেন: হাসান মারুফ রুমী, রাজনৈতিক পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন প্রফেসর মুহম্মদ আমির উদ্দিন – সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মির্জা আবুল বশর, সভাপতি -চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি.নং.চট্টগ্রাম ১৪৯৫) মো. ইসহাক, সাধারণ সম্পাদক – চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন মো. সোহাগ- সদস্য সচিব, গার্মেন্ট শ্রমিক সংহতি, চট্টগ্রাম জেলা হাসান মুরাদ শাহ, যুগ্ম আহ্বায়ক, গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম মহানগর সাধন দত্ত, সদস্য সচিব, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি, চট্টগ্রাম জেলা মো. নেছার আহমদ,সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন এইচ এম সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম মহানগর।

সমাবেশে বক্তাগণ দাবি করেন, অবিলম্বে জাতীয় নুন্যতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button