বন্দর উপজেলা পরিষদ নির্বাচন: জাতীয় পার্টি থেকে মাকসুদকে বহিষ্কারের নির্দেশ
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ আহামেদকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। মাকসুদ আহামেদ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
শুক্রবার (৩ মে) বিকেলে বন্দরের মিনা বাড়ি এলাকায় আয়োজিত উপজেলা পার্টির কর্মী সভায় এ নির্দেশ দেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা।
এ সময় লিয়াকত হোসেন খোকা বলেন, ‘জাতীয় পার্টি অত্যন্ত সুশৃংখল একটি দল। এই দলের টেইন অফ কমান্ড অত্যন্ত মজবুত। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কিছু করার সুযোগ এই দলে নেই।’
মাসুদ আহমেদের বহিষ্কারের বিষয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) বলেন, আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা সাহেব মাকসুদ আহমেদকে বহিষ্কার করা নির্দেশ দিয়েছেন। শীঘ্রই তার বহিষ্কারের বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করবো।