বিশ্বকাপে বাঘিনীদের প্রথম পরাজয়
নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার মেনেছে বাংলাদেশের কিশোরীরা। শনিবার রাতে পফেচস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হার মেনেছে ৫ উইকেটে। আর তারই সাথে বাংলাদেশের সেমিফাইনালে উঠার পথ কঠিন হয়ে গেল।
এদিন বাংলাদেশ আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। জবাবে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়া কিশোরীরা। যদিও ৩৩ রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে কিছুটা সময় ম্যাচে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা।
কিন্তু ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে জয় তুলে নেন। ম্যাডিসন ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করে দলীয় ১০৩ রানের মাথায় আউট হন। আর কারাবো ৩০ বলে ৪ চারে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাদের আগে ২২ বলে ৪ চারে ২৬ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিয়ে যান সিমোনি লওরেন্স।
বাংলাদেশের রাবেয়া খান ৪ ওভার বল করে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন।
তার আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা ৪.২ ওভারেই ২৬ রান তুলে ফেলেন। এরপর মিষ্টি ফিরেন ১৪ বলে ২ চারে ১২ রান করে। সেখান থেকে আফিয়া ও দিলারা ২৫ রানের জুটি গড়েন।
দশম ওভারের শেষ বলে দলীয় ৫১ রানের মাথায় দিলারাও ফিরেন। ২০ বলে ৩ চারে ১৭ রান আসে তার ব্যাট থেকে। ৫৬ রানে আফিয়া ফিরেন ৩৩ বলে ৩ চারে ২১ রান করে।
এরপর ৮৭ রানের মাথায় জোড়া উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে হাত খুলে খেলতে থাকা স্বর্ণা আউট হন ১৮ বলে ২ চারে ২০ রান করে। এরপর মারুফা আক্তার আউট হন শূন্যরানে।
সেখান থেকে সুমাইয়া আক্তার ও রাবেয়া খান দলীয় সংগ্রহকে ১০৬ পর্যন্ত টেনে নেন। শেষ ওভারের শেষ বলে ১০৬ রানের মাথায় আউট হন সুমাইয়া। ২৮ বলে ১ চারে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার কাইলা রেইনিকে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন।
সুপার সিক্সে দ্বিতীয় ম্যাচে বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা। আর এই ম্যাচ জিতলেও নানা সমীকরণের অপেক্ষায় থাকতে হবে সেমিফাইনালে উঠার জন্য!