বরিশালে বিভিন্ন দাবিতে গণসংহতি আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি/ বরিশাল
আজ ২৯ জুন বিকেল ৫ টায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর লাগামহীন দাম বৃদ্ধি, ঘুষ, দূর্ণীতি, ব্যাংক লোপাট ও অর্থপাচার বন্ধ করা সহ ঋণ খেলাপীদের তালিকা প্রকাশ করার দাবিতে গণসংহতি আন্দোলন নলছিটি উপজেলা শাখার আয়োজনে কুমারখালি বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নলসিটি উপজেলা শাখার আহ্বায়ক রেজাউল হোসেন উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব সরোয়ার খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, নলছিটি উপজেলা শাখার সদস্য মো: শাকিল ও সাব্বির হোসেন প্রমুখ।
এসমন নেতৃবৃন্দ বলেন, “জবাবদিহিতাহীন ফ্যাসিবাদি সরকারের অধীনে চরম ভোগান্তি পোহাচ্ছে জনগণ। সর্বত্র লুটপাটের মহোৎসব চলছে। বিদ্যুৎখাতকে মাফিয়াদের হাতে তুলে দিয়ে দেশের অর্থনীতিকে পথে বসানোর পায়তারা করছে সরকার। সরকারের উন্নয়ন এখন ফাঁকা বুলিতে পরিনত হয়েছে৷ মানুষের পেকেটে টাকা নাই৷ সবকিছুর দাম বাড়ছে ঠিকই কিন্তু মেহনতী মানুষের মজুরি বাড়ছে না। চাল সহ আলু, পেয়াজ, কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়েছে। চড়া মূল্যস্ফীতির কবলে পিষ্ট হচ্ছে জনগণ। সরকারের দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির মুখোশ উন্মোচন হয়েছে জনগণের কাছে। যারা রাতে আধারে জনগনের ভোটাধিকার হাইজ্যাক করে সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকেয়ে রেখেছে সরকার তাদের আবাধ লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে৷ প্রশাসনের সর্বত্র দূর্নীতি ছড়িয়ে আছে। “
নেতৃবৃন্দ আরো বলেন, ” সাধারণ জনগণের অধিকার ফিরে পেতে হলে প্রয়োজন একটি গণতান্ত্রিক ব্যবস্থা। গনতান্ত্রিক ব্যবস্থা ছাড়া জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই দলমত নির্বিশেষে আমাদের সকলকে সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামকে জোরদার করতে হবে”।