ফিলিস্তিনের গাজা শহরের শুজাইয়ায় তীব্র লড়াই অব্যাহত

ফিলিস্তিনের গাজা শহরের শুজাইয়ায় চতুর্থদিনের মতো রোববারও (১ জুলাই) তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়েছে নিরপদ স্থানে আশ্রয় নিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা সুড়ঙ্গের উপরে ও নিচে হামাস সদস্যদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও ফিলিস্তিনি সংগঠন হামাসের যোদ্ধাদের সাথে ইসরাইলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রোববার (৩০ জুন) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, তার বাহিনী সেখানে কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। তার বাহিনী রাফা, শুজাইয়াসহ গাজা উপত্যকার সর্বত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, গত বৃহস্পতিবার (২৭ জুন) শুজাইয়ায় যুদ্ধ শুরুর পর ৬০ হাজার থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে।

হামাস শনিবার বলেছে, মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই।

হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরাইলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু ইসরাইল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে।

নেতানিয়াহু বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button