পটুয়াখালীতে ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার খাস জমি চরে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন
আজ মঙ্গলবার ৯ জুলাই ২০২৪ সকাল ১১ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক-মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষক -মজুর সংহতির পটুয়াখালী জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমজাদ হেসেন । উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ নীলু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর মোহাম্মদ, চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি মো: সিরাজ খান, সহ- সভাপতি হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, সদস্য শাহাবুদ্দিন, আবদুর রব এবং ফারুক  মীর প্রমুখ।
সভাপতির বক্তব্য আমজাদ হোসেন বলেন, সংবিধান অনুযায়ী খাস জমির প্রকৃত মালিক ভূমিহীনরা। চর বাংলায় ভূমিহীন ৩২০ টি পরিবার বিগত ৩০/৩৫ বছর ধরে বসবাস করে আসছে৷ কিন্তু ভূমি অফিস এ ভূমিহীনদের নামে বন্দোবস্ত না দিয়ে কিছু অসাধু ভূমিদস্যুদের বন্দোবস্ত দেয়ার পায়তারা করছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই৷ অবিলম্বে ভূমিদস্যুদের অপতৎপরতা বন্ধ করে প্রকৃত ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দেয়ার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button