গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩৯ হাজার ছাড়িয়েছে
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
সূত্র আরও জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত ৮৩ ফিলিস্তিনি হয়েছেন। মোট সংখ্যায় তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার ২০০ ইসরাইলিকে হত্যা এবং প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একইদিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরাইল। গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৩৯ হাজার ২৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯০ হাজার ৫৮৯ জন।